তুমি আমার কবিতা প’ড়ো না
এগুলো সাহিত্যের বিচারে হয়তো
কবিতাই না! আমি করিনি-
মানবতার প্রতি শৈল্পিক দায়িত্ব পালন।
এগুলো’তে খুঁজে পাবে-
আমার আত্মকথন,
আমার স্বপ্ন-দুঃস্বপ্ন-যন্ত্রণা;
ব্যক্তিগত কামনা, বাসনা, আবেগের তীব্রতা।
আমার মত্ততা, বাতিকগ্রস্ততা, আত্মকেন্দ্রিক হাহাকার।
ভরপুর ভাবাবেগ-ভাবালুতাগ্রস্ত আমি কবি নই।
আমার কবিতায় সমকালীন জীবন
হয়তো তুমি খুঁজে পাবে না।
তবে যদি একান্ত এই আমাকেই
খুঁজতে চাও, বুঝতে চাও আমার সময়
জানতে চাও আমার প্রাত্যহিক বেঁচে থাকা;
তবে আমার কবিতা প’ড়ো!!