তুমি ভালো হচ্ছো,
সুস্থ হতে যাচ্ছো,
হাসপাতালের বিছানায় শুয়ে
সম্মোহিত আমি সুখবোধ করছিলাম।
তবু স্মৃতির পাহাড় আমার বুকে চেপে ছিলো,
বুকে ব্যাথা হচ্ছিলো।
জানো, কিছু স্মৃতির কণাও খুব ভারী আর
তীব্র যন্ত্রণাদায়ক হয়।
আর এক পাহাড় স্মৃতি! ভেবে দেখো!
সে সব বাদ দাও।
তুমি তো এখন সুস্থ!
আমি না হয় আজীবন অসুস্থই থাকলাম!
যদিও একদিন দু-জনই অন্ধ হয়েছিলাম
এক অসুখে!


(২২জুলাই, ২০১৬, মাঝরাতের পর অর্থাৎ, ২৩শে জুলাই, ২০১৬ রাত তিনটের দিকে মাথায় আর বুকের বামপাশে অসহ্য যন্ত্রণা বোধ করি আমার দু'হাত দু'পা ফ্রিজ হয়ে যায় । তখনি আমাকে অসরকারী হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে ফিরে আমি কবিতাটি লিখি)