একদিন দূরত্ব-টা ঘুচিয়ে দিয়েছিলে বলে,
আমি পুরুষ হয়ে উঠেছিলাম।
আজ দূরত্ব-টা সীমাহীন বলে,
আমি হতে চলেছি দণ্ডিত-কবি।
একদিন স্বপ্ন দেখতে শিখিয়েছিলে বলে,
আমি মেঘেরভেলায় ভাসতে শিখেছিলাম,
চারিধার ভরে উঠেছিলো শুভ্রতায়।
প্রতিটা ডাস্টবিনকেও মনে হতো গোলাপের টব
আর শহরতলীর সিটি কর্পোরেশনের ময়লার ভাগারকে
নদীর ধারের শাদা কাশবন মনে হতো।
আর স্বপ্ন ভাঙবার পরে প্রতিটা গোলাপ-কে
থকথকে পুঞ্জীভূত জমাট পুঁজ বলে মনে হয়।
একবার ছুঁয়ে দিয়েছিলে, অধিকার দিয়েছিলে বলে
নিজেকে মহা ক্ষমতাধর সম্রাট মনে হয়েছিলো।
অতঃপর অধিকার হারানোর পরে, নিজেকে মনে হয়
বিচ্ছিন্ন দ্বীপে নির্বাসিত দণ্ডিত আর অভিশপ্ত অপুরুষ!