শ্বাস নিই! অধৈর্য হয়ে পড়ি!
হৃদয়ে তুমি আছো, অথচ
তোমার ঘ্রাণ পাই না।স্মৃতির ধূলিকণায়
ফুসফুস ভরে ওঠে । মস্তিস্ক আর মাংসকোষ
তোমার অভাবে হাহাকার করে।
চিরবসন্ত হতে পারতো যে হৃদয়,
সেখানে ভর করে আছে জীর্ণতা
সেদিনের মতো, মোহিতের মতো
তোমার আঙিনায় যেতে চাই,
প্রতিটা আঙিনায় তাকাই, শূন্যতা!
পা তুলে এগোতে পারি না, পৃথিবী জুড়ে
টের পাই স্থবিরতা!
তবু স্বপ্ন দেখতে ইচ্ছে করে,
স্বপ্ন দেখি! বুক ভরে শ্বাস নিচ্ছি!
প্রাণপণে শ্বাস নিয়ে তোমার পলাতক ঘ্রাণে
ভরে তুলছি, সুস্থ করে তুলছি অসুস্থ ফুসফুস।
ঘুমে-জাগরণে তোমাকে ভেবে
ভরে তুলছি আমার জ়ীর্ণ কুটির।
চারিদিকে গুচ্ছ গুচ্ছ ফুল।
আমার আঙিনা ভ’রে উঠছে নাম না জানা সব ফুলে, ফুলের ঘ্রাণে।
আমি কেঁপে কেঁপে উঠছি, শিউরে উঠছি
তোমার ভাবনায়। ভাবছি যদি তুমি আসো!!