দু'শো, তিনশো কিংবা চারশো বছর
বেঁচে থাকার বেহায়া ইচ্ছে নেই।
তবু ততোদিন যেনো বেঁচে থাকি,
দৈত-জীবন-যাপন নাই বা হলো,
এটুকু কি খুব বেশী চাওয়া হবে,
যদি একবার বলো, সেদিন হয় নি
তাতে কি? চলো, আজ
এক কাপ কফি হয়ে যাক।


লেনাদেনা চুকে গেছে সেই কবে
হৃদয়ের ধারাপাতে শূন্য।
তবুও পাতাগুলো উল্টেপাল্টে দেখি।
কোন সমীকরণের কোন ভুল শোধরে
একে একে দু'য়ে, হাতের মুঠোয় হাত
আলতো ছুঁয়ে আজীবন মুখোমুখি
চোখে শুধু চোখ রেখে যদি বসে থাকা যেতো!


অমরত্বের বেহায়া ইচ্ছে নেই।
প্রত্যাশা করছি না দেখবো কোন
মহাজাগতিক স্বপ্ন। তবু খুব বেশী কি
চাওয়া হয়ে যাবে, যদি স্বপ্ন দেখি-
অকারণ সমাজ-সংসার, কাঁটাতার
সাত সমুদ্র পেরিয়ে চোখে চোখ রেখে
তুমি আমার কাছে ফিরে আসছো।
**************************
এপ্রিল ৮, ২০১৭