আমাকে দোষ দিও না, জানো-
আমি সত্যি ‘ই অসহায়, নিরুপায়
সময়ের অবিরল স্রোত আমি
কিছুতে-ই আটকাতে পারি না ।
যেমন পারি নি তোমার চলে যাওয়া।
আমি কান পেতে আছি সেই কবে থেকে
যদি আসো অমাবস্যা শেষের চাঁদের মতো
ঝড়ঝঞ্ঝার কালো রাত্রির শেষের সূর্যের মতো
ফুলেদের মতো ষোড়শী তরুণী’র মতো
নূপুর বাজিয়ে গান গেয়ে কোকিলের মতো
ঝরণার মতো পাহাড়ের বুক চিরে
রাত্রির ট্রেনের মতো নিস্তব্ধতা ভেঙ্গে
হুইসেল বাজিয়ে আমার-ই স্টেশনে
অতিথি পাখিদের মতো কোন শীতের ভোরে
সূদূর সাইবেরিয়া থেকে, অপেক্ষায় আছি।
অথচ তুমি আসো না। টের পাই মৃত্যুর আগমন
শিশিরের মতোন অন্ধ-অন্ধকারের মতোন
সন্ধ্যের মতোন অথবা পোষা বিড়ালের মতোন
ধীরে নিঃশব্দে গুটিগুটি পায়ে মৃত্যু এগিয়ে আসছে।
আর আমি তোমার অপেক্ষায় আছি –যদি পারো এসো
হোক সেটা বিলম্বিত ট্রেনের মতো
দিনের অথবা রাত্রির শেষে
আমি অপেক্ষায় আছি!