তোমাকে যতবার ভাবি, নিশ্বাস ভারী হয়ে আসে
ভেতরের দীর্ঘশ্বাস দীর্ঘ হতে দীর্ঘতর হতে থাকে।
তোমাকে যতবার ভাবি, নিজেকে টের পাই
আমি কতো সাংসারিক বোকা।
তোমাকে যতবার ভাবি, নতুন করে আবিষ্কার করি
তুমি কি সুনিপুণ ইন্দ্রজালের রাজা।
তোমাকে প্রতিবার ভেবে টের পাই, নিজেকে
তোমার মানচিত্রে খোঁজা কতটা অনর্থক, অযৌক্তিক।
একদিন তোমার মনমন্দিরের সবচে গোপন কক্ষে
সুউচ্চ সিংহাসনে আমি ছিলাম, আর আজ
তোমার ভূ-সীমানা কিংবা জলসীমানার কোথাও
যদিও আমি আর নেই । তোমা সম্পর্কিত সব
সীমারেখা থেকে নির্বাসিত হয়ে হৃদয় ছেঁড়া
ভূমি পার হয়ে যতবার যতবার নিজেকে ভাবতে চাই
ততবার টের পাই তুমি ছাড়া আমার অস্তিত্বের নিদারুণ সংকট। ।