সব ছেড়ে চ'লে যেতেই পারি
পরিস্থিতি আর আকাঙ্ক্ষা তেমন-ই
খুব লেনাদেনা নেই, কথা দেয়া নেই।
তাই, কথা রাখার দায়বদ্ধতাও নেই
বুকপকেটে জমানো ভালোবাসা
খুচরো আশা-প্রত্যাশা আর জীবনবোধ
খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে
ক্ষীণ আশা-আকাঙ্ক্ষা। চুকে গেছে কবেই
সব মান-অভিমানের পালা।
কিছু সামাজিক অথবা মানবীয় মূল্যবোধ
আর দায়িত্ব- কর্তব্যের দায় অস্বীকার করলে
কবেই চ'লে যাওয়া যেতো! হয়তো শীঘ্র যাবো!!
বন্ধন আলগা হয়ে আসছে........!!