কি করে বাঁচতে হয়
আমি সবুজের কাছে শিখতে চেয়েছিলাম
আমার ভরসা করার সবুজ, ধূসর হয়ে গেছে।
কি করে প্রজ্জ্বলিত থাকতে হয়
আমি সূর্যের কাছে শিখতে চেয়েছিলাম,
আমার ভরসা করার সূর্য, আজ গলিত-পিন্ড মাত্র।
আমার জীবন-রাত্রিগুলো একটু রাঙিয়ে দিতে
আমি চাঁদের কাছে আলো চেয়েছিলাম,
আমার ভরসা করার চাঁদ, অমাবস্যায় ডুবে গেছে।
স্বর্গের শোভা পারিজাতের লোভে স্বর্গরাজের উদ্যান থেকে,
একদিন পারিজাত এনে রোপন করেছিলাম সত্যভামার বাগানে।
আমার আকাঙ্খার পারিজাত আজ দূর্বলতার প্রতীক।
সূর্যের আলো ফোটার আগেই সে লুটিয়ে পড়ে ভূমি-শয্যায়।
যেনো, বিষাদের অশ্রুবিন্দু। এখন আমার আর প্রত্যাশা নেই,
শুধু তোমাকে ছাড়া! সমাজ, সংসার আর অসভ্য-সভ্যতার কাঁটাতার পেরিয়ে
যদি পারো, এসো। আমি অপেক্ষায় থাকবো মহাবিশ্বের পুরো জীবন-কালে।