মূলত আমার একটি-ই শব্দ, বাক্য, একটি-ই কবিতা
আমি বারে বারে লিখি, ঘুরিয়ে ফিরিয়ে লিখি
ভিন্ন শব্দে, ভিন্ন বাক্যে বলি, লিখি, কেউ বোঝে না।
কেউ বোঝতে চায় না । সমস্ত জীবন-জোড়া
দ্বন্দ্ব-সংঘাতের বিপুল সমাহার কেউ দেখে না ।
আমার স্বপ্নের মেলার ধংসস্তুপ, গোপন কান্না,
আমার অশ্রু-নদী কেউ দেখে না। কেউ জানে না,
সবাই ঘুমিয়ে গেলে আমি একা জেগে থাকি।
কেউ বোঝে না, জাগরিত সমাবেশে কি নির্লিপ্ত
নিরাসক্ত নৈর্ব্যক্তিক আমার ঘুমন্ত উপস্থিতি।
আমার ঠোঁটের কোণের হাসি সবাই দেখে,
তার গহীনে নোনাজলের আজন্ম প্রবাহিত স্রোত
কেউ দেখে না । আমার একটি মাত্র না বলা কথা
হাজার বার বলে বলে গেছি। কেউ বোঝে না।
*****************************
এপ্রিল ০৮, ২০১৭