লখিন্দরের ভেলা
বেলা-অবেলায় একলা ভেসে যায়
গাঙুরের জলে।
রাম! সেও আজ বনবাসী একা।
একুশ শতকের বেহুলা
ভেলায় চরে না, লোভের ফাঁদে বিকিয়ে
গিয়ে অন্যের পরিণীতা।    
সীতাও আজ জ্বালাতে ব্যস্ত
রামচন্দ্রের চিতা।