কারো কাছেই এখন আর
কোন প্রত্যাশা রাখি না;
আর তোমার কাছে...?
তোমার সম্পর্কিত কোন মন্তব্য করতে
আজ আর ইচ্ছে করে না।
এখন যা কিছুই বলি, লিখি
আমার সব আত্মকথন
মনেহয় যেনো নিরর্থ প্রলাপ।
পৃথিবী নামক ছাইদানিতে
নিজেকে আবিষ্কার করি,
এক টুকরো বিষন্ন ম্রিয়মান ছাই।
কারো কাছেই আজ আর
কোন প্রত্যাশা রাখি না;
তবে শুধু তোমাকেই বলি-
আমার এক জীবনের উল্লাস-উচ্ছ্বাস,
আমার বেঁচে থাকার অবলম্বন
আমার স্বপ্নগুলো ফেরত দিও
শুধু ওগুলো পেলেই জীবন হবে
আগের মতোন, সেই সেদিনের মতোন
অভাবিত প্রগাঢ় চিত্রকল্পমালা!