আমি ঘুমোতে পারি না,
চাঁদের রাত জাগার কষ্টে।
আমি তাকিয়ে থাকতে পারি না,
চোখের সামনে দুঃখের দেবী এসে দাঁড়ায়।
কেউ দেখে না, কেউ বোঝেনা, অশরীরী দেবী।
আমি হাটতে পারি না,
বিষাদ এসে ভর করে পায়ে, দেহে।
আমি বসে থাকতে পারি না,
বেদনা এসে ভর করে মনে।
দুঃখ, বেদনা, বিষাদ- এদের সাথে
আমার কোন লেনাদেনা নেই,
কোন কালে ছিলো বলেও মনে করতে পারিনা
তবু চাই বা না চাই আজ ওরাই আমার সাথি।