তোমার কথা অথবা আমাদের অতীত
আমি কখনো কাউকে বলে উঠতে পারবো না।
শাদাচোখে সবাই তোমায় ভুল বুঝতে পারে।
আমি ছাড়া অন্য সবার পক্ষে সেটাই স্বাভাবিক।
অথচ আমি সব কিছু ছাপিয়ে তোমাতে কৃতজ্ঞ।
আজ যা কিছুই হোক একদিন তো ভালোবেসেছিলে।
তোমার সঙ্গে সঙ্গীজীবনের স্মৃতি আমরণ
অমলিন থাকবে বলেই আস্থা রাখি নিজেতে
সে সব দিনে তুমি মধুর সঙ্গ দিয়েছিলে, আমার
প্রতিটি আটপৌরে মূহুর্তকে করে তুলেছিলে
হীরক আর স্বর্ণখচিত এক একটা মহাকাল।
যদি মৃত্যুমূহুর্তে কোন শেষ ইচ্ছে জানতে চায়
যমরাজ, আমি প্রার্থনা করবো যেনো আমার
শেষ নিঃশ্বাসটি যখন আমাকে ত্যাগ করে
বেরিয়ে যাবে, সে নিঃশ্বাসও যেনো ফিসফিস
করে তোমার নাম উচ্চারণ করে আর জানায়
একমাত্র তোমাকেই ভালোবেসেছি।
তোমার প্রেম আমাকে শিখিয়েছে, বৃদ্ধত্ব নয়
তোমার স্মৃতি বিস্মৃতিই আমার মৃত্যুর কারণ।
তোমাকে ভালোবেসে শিখেছি প্রেমহীনতাই বৃদ্ধত্ব
তাই চির যুবক থাকতে আমার সম্পর্কিত তোমার
সব পরিবর্তনের পরেও তোমাকেই ভালোবাসি।


মে ০১, ২০১৭