শীত রাত!
স্মৃতির চাদর জড়িয়ে
স্বপ্নের মতো জেগে আছি।
কুয়াশার মতো প্রশ্ন ঝরছে-
হৃদয়ে আর মস্তিস্কে।
এতো সুনিপুণ মিথ্যে অভিনয়ও
করে যেতে পারে মানুষ?
যদিওবা জেনেছি বিশ্বাস মৌলিক নয়
প্রতিনিয়ত ভেঙ্গেপড়া-ই এর অনিবার্যতা।
তবুও হৃদয়ের লেনাদেনা কখনো করেনি
কোন তাত্ত্বিক সূত্রের অনুসরণ।
পাথরের দেবী নিঃশ্চুপ আজীবন,
তার-ই বেদীতে বোবাকান্না আর
নিষ্ফল প্রার্থনারত থেকে অবশেষে
পুনরায় জেনেছি, মেনেছি
কেউ কেউ স্মৃতি নিয়ে রাত জাগে
কেউ কেউ মিথ্যে অভিনয় করে সুখী হয়।
বিশ্বাস মৌলিক নয়,
ভেঙ্গে পড়া-ই এর অনিবার্যতা!!
*********************
১৮ ডিসেম্বর, ২০১৬