জীবন আর পৃথিবী সম্পর্কিত বিষয়ে
আমি উদাসীন ছিলাম।
এক পূর্ণিমারাতে কেউ আমাকে,
জীবনের উৎকর্ষের সন্ধান দিয়েছিলো।
ব্ল্যাকহোল অথবা জীবনের সৃষ্টিতত্ত্বজ্ঞানে,
আমি যারপরনাই অন্ধ অন্ধকারে ছিলাম।
এক অমাবস্যার সন্ধ্যায় কেউ আমাকে,
সেই নিগূঢ়তম রহস্যপুরীর দ্বার খুলে দিয়েছিলো।
আমি জীবন নিয়ে পৃথিবী নিয়ে স্বপ্ন বুনতে
আর রহস্যপুরীর অজানা রহস্য উন্মোচনে
স্বপ্ন-বাস্তবের উর্ধ সীমানায় বাস করছিলাম।
কেউ একজন আমাকে বন্ধ ঘর থেকে মুক্ত করে
স্বপ্নের রথে চড়িয়ে পথে বেড়িয়ে ছিলো।
অতঃপর একদিন তার খেলা ফুরোলো,
আমার স্বপ্নের বেলা ফুরোলো।
আমি ঘর হারালাম, ঘরের স্বপ্নও!
স্বপ্নভাঙা উদাস পথিক আজো খুঁজে ফিরছি
কোথায় সেই স্বপ্ন দেখানো বাতিঘর!!


ফেব্রুয়ারি ২৫, ২০১৭