একদিন খুব সাধ জেগেছিলো
কারো শাড়ির ভাঁজ বুঝতে
একদিন খুব সাধ জেগেছিলো
কারোর চুড়ির রিনিঝিনি শুনতে
একদিন নোলক ছুঁয়ে দিতে সাধ করেছিলো
একদিন কানের দুল, কন্ঠহার, সীতাহার,
বালা, শাঁখা, মঙ্গলসূত্র ছূঁয়ে দিতে,
পড়িয়ে দিতে সাধ জেগেছিলো
একদিন সাধ জেগেছিলো, কারোর
সিঁথি তারার সিঁদুরে রাঙিয়ে দিতে
একদিন চাঁদ ছুঁয়ে দিতে খুব সাধ জেগেছিলো
সাধ গুলো সব শ্মশান বাসী আজ,
মেঘের আড়ালে লুকিয়ে গেছে চাঁদ