শুধুই কি চৈত্রাগুনে পুড়ে?
কারো কারো তো বোশেখেও পুড়ে,
আষাঢ় আর শ্রাবণধারার মাঝেও
কারো কারো পুড়ে। পৌষ আর মাঘের
শিশির ঝরা সকালে, সন্ধ্যেয় পুড়ে পুড়ে
খাক হয়ে যায়। যাকে আগুনে নয়,
মানুষে পোড়ায়। এক ঝটকায়
তড়িতাহতের মতো যে পুড়ে। পুড়ে পুড়ে
ছাই হয়ে বাতাসে উড়ছে যে সৃষ্টিছাড়া
সে কি করে আর সৃষ্টিশীল হবে?