হেঁটে যাচ্ছি অন্ধকার সরণি ধ’রে
অথবা নিঅন আলোয় প্লাবিত প্লাবনে
আমি কিছু দেখতে পাই না,
শুধু তাকিয়ে তাকিয়ে থাকি।
অতীত আর বর্তমান’কে সাদাকালো যুগের
নির্বাক চলচিত্রের মতোন মনে হয়।
বসে থাকি অথবা অতিক্রম করে যাই
মুখোশের মিছিলগুলো । মিছিলের-
অথবা চারপাশের শব্দগুলো
কানের পর্দায় কম্পন ধরায়
মস্তিস্ক ইচ্ছায় অথবা অনিচ্ছায়
সেখান থেকে কোন অর্থ বিশ্লেষণ করে না।
আমি বসে থাকি অথবা অতিক্রম করে যাই
মস্তিস্কের কোন নিউরন আমার অথবা
আমার চারপাশের কোনরূপ উপাত্ত
আজ আর আমাকে অবগত করে না।
নিজেকে স্থলিত-স্থবির মনে হয় ।