যদি সম্ভব হতো আমি এ সময়টা
রবি ঠাকুরের শেষের কবিতা আর
রক্তকরবী সৃষ্টির ভূমি শিলং-এ কাটাতাম।
আমার আর্থিক দারিদ্র্যতা না থাকলে
অথবা আমি উচ্চাভিলাষী হলে আজ আমি
সুইডেন কিংবা সুইজারল্যান্ডকেই ভাবতাম।
আমি কানাডা বা বোস্টনের কথাও
ভাবতে পারতাম,  কিন্তু ভাববো না। ঐ শহরে
আমার সরল উপস্থিতি কারো কারো
বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।
ঢাকা দিল্লী কোলকাতা কখনোই আমার
প্রিয় শহরের তালিকায় নেই, থাকবেওনা।
ঢাকার যানজট আর বাতাসের সীসা আমাকে
চেপে ধরে। অনেক ভেবে দেখলাম -
শৌখিনতার গোলাপগঞ্জ আর আমার সিলেট
ছাড়া আমাকে আর কোথাও মানায় না।


(দু'দিনের জন্য ঢাকায় এসে গরমে আর যানজটে পড়ে এ কবিতা)