হয়তো এই জন্মে আর হবে না তোমায় পাওয়া!
আমি তবু তোমার হবো। আমার প্রতি ক্ষণে ক্ষণে,
আমার পুরো জীবন-কালে তোমায় ছুঁয়ে যাবো।
গ্রীষ্মের একটু বাতাস হবো। তপ্ত দুপুরে তোমার কপোল
ছুঁয়ে দেবো। বরষায় একটু বৃষ্টি হবো, তোমার
চোখের পাতা ধুয়ে দেবো। শরৎকালের শিউলি হবো,
ঘর ছেড়ে যেই বাইরে আসবে, তোমার পায়ের নিচে
পথ হবো। পাতা-ঝরা মৌসুমে ঝরা-পাতা হবো,
তোমার চলার পথে দুমড়ে গিয়ে মর্মরিয়ে বেজে উঠবো।
শীতকালের কুয়াশা হবো, তোমার দূর্বাঘাসের ডগায়
বিন্দু বিন্দু শিশির হবো। সকালবেলার সূর্য এলে
চকচকিয়ে তোমার চোখে চোখ রাখবো। বসন্ত এলে,
শিমুল হবো। ফাগুনের আগুন-ঝরা অতীত মনে করাবো।
চৈত্রের দুপুরে বটের একটু ছায়া হবো। হয়তো পরের জন্মে-
আমাকে মনে থাকবে না তোমার। তবুও আমি তোমায় মনে রাখবো!