একদিন সচেতন ভাবেই
তোমার নাম উপেক্ষা করে যাবো কবিতায়।
পুরো কবিতা লেখা হয়ে গেলে
পাঠ করতে পাঠিয়ে দেবো সিএনএন অথবা
বিবিসি নিউজ চ্যানেলে। আর মানা করে দেবো
কর্তৃপক্ষ-কে যেনো, কবি হিসেবে
আমার নাম ঘোষণা না করে।
শুধু কবিতার একটা শিরোনাম থাকবে-- "তোমাকে চাই"
শিরোনাম'টা-ই ব্রেকিং নিউজ করে
প্রচারের ব্যবস্থা করবো প্রতিটি দেশি-বিদেশী টিভি চ্যানেলে।
পৃথিবীর প্রতিটি মুঠোফোন বেজে উঠবে, কেঁপে কেঁপে উঠবে
একটি ক্ষুদে বার্তায়। সেখানে লেখা থাকবে-- "তোমাকে চাই"।
প্রতিটি শহর নগর আর অসভ্য সভ্যতা
ফিস ফিস করে বলবে--"তোমাকে চাই"।
কেউ জানবে না, কে কাকে নিয়ে এ কবিতা লিখেছিলো!
শুধু তুমি জেনো--"তোমাকে চাই", "তোমাকে চাই"