তোমাকে নিমন্ত্রণ! যদি পারো...
একটু সময় করে আমার স্মরণসভায় এসো।
তুমি আর সবার মতো, সাদা-কালো কিছু পরে এসো না।
নীল! সেই আকাশ রঙা শাড়িটা পরে এসো। যেখানে-
তুমি আকাশ আর আমি শরতের মেঘ। তোমাতে বাউন্ডুলে ঘুরে ঘুরে
নিজেরই ব্যর্থতায় আবার বৃষ্টি হয়ে ঝরবো। অতীতের মতো,
পৃথিবীর দিনগুলোর মতো।
তুমি খোঁপাটা বেঁধে এসো না। চুলগুলি উড়িয়ে এসো, মেঘেদের মতো।
কতোদিন তোমায় সাজতে দেখি না, একটু সেজে এসো।
আঁচলটা উড়িয়ে এসো, যেনো বলাকার ডানা।
তুমি শোকে বিহ্বল ভাব নিয়ে এসো না। হাসিমুখ করে এসো।
কতোদিন তোমায় দেখিনা, তোমার শোকাতুর মুখ দেখতে ভালো লাগবে না।
তুমি ফুল নিয়ে এসো না। তুমি জানো, জীবিতের ফুল মৃতকে স্পর্শ করে না।
তোমাকে নিমন্ত্রণ! যদি পারো এসো।
অন্যদের মতো না, নিজের মতো করে এসো।
কে কি ভাববে, আমি কি ভাববো, এতোকিছু ভেবো না।
তুমি এতো কিছু ভাবলে আজ আমাদের মাঝে এতো দূরত্ব হতো না।  
আমার স্মরণসভায় তোমাকে নিমন্ত্রণ! যদি পারো...