একলা ডাহুক ক্লান্ত হয়ে
ডাকাডাকি বন্ধ করে দিলে,
কোন এক শুক্লা দ্বাদশীর চাঁদ
রুটি ভেবে গিলে খাবো মাঝরাতে।


তোমাকে ছূঁয়ে দেয়া অসম্ভব জেনেও
গভীর শীতের রাতে বেড়িয়ে পরবো
সাইবেরিয়ার খোলা পথে-প্রান্তরে।


পদার্থবিদ্যা আর মহাকাশ গবেষকদের
সব অনুসিদ্ধান্তকে বাতিল ভেবে
তাকিয়ে থাকবো ব্ল্যাকহোলের দিকে
প্রত্যাশা-যদি তোমাকে দেখা যায়।


যদি কখনো তুমি ছূঁয়ে দাও
লেপ-কম্বল ভেবে মেরু অঞ্চলের
অনন্ত বরফবিথী গায়ে জড়িয়ে
কাটিয়ে দিতে পারি জীবন।