আমার দূর্বাঘাস শিশিরে ডুবেছে ভোরের বেলা
আমার দূর্বাঘাস চাইছে একছিটে রোদের আদর
আমার প্রজাপতি উড়ছে  ইতস্তত
রঙ হারিয়েছে আমার প্রজাপতির ডানা
তোমায় নিয়ে ভাবছি অহর্ণিশি
একজীবন বয়ে বেড়ানো তোমার অবহেলা
মগজে আমার তোমায় নিয়ে নীলচে প্রেমের ধূলো
তুমি এখন অন্যঘ্রাণে কাটাও সারাবেলা
এখন যখন আমার একলা ঘরে খামখেয়ালি, হৃদয়ের দেউলেপনা
তোমার তখন মুক্ত আকাশ আনন্দ-আয়োজন- মেলা!