মুখোশ এতো নিখুঁত হতে পারে
জানা ছিলো না। বছরের পর বছর কেটে গেলো,
তাকিয়ে দেখলাম, ছুঁয়ে দেখলাম অথচ
একবারও মনে হলো না; এ মুখ নয় মুখোশ!
অভিনয় এতো অনবদ্য হতে পারে, এ ছিলো
এ আমার ভাবনারও অতীত! ঝলমলে হাসি,
ফোঁটা ফোঁটা কান্না, হাজার প্রতিশ্রুতি যা ছিলো
শুধুই নাটকের সংলাপ! অথচ
মনের গোপন ঘরে তাকেই সত্য ভেবে
লালন করে করে গড়ে তুলেছি বিশ্বাসের পাহাড়।
জানতাম! তবু একটা ক্ষেত্রেই মানিনি-
বিশ্বাস মৌলিক নয়,
ভেঙে পড়াই এর অনিবার্যতা!
জীবনের সবটুকু দিয়ে শিখেছি-
মুখোশের কাছে সমর্পণ, এ যেনো-
বেওয়ারিশ কুকুরের খাদ্য হয়ে জীবনযাপন!