সমস্ত প্রেম কলংক নামে আঘাতপ্রাপ্ত!
সয্যাশায়ী সময়ের সাথে ভারাক্রান্ত আকাশ
সমস্ত রাতকে দিনের আলো ঢেলে দিয়ে আনে
মোলায়েম নীরবতা
আমার নিষিদ্ধ চাবীতে যদি ধুমকেতুর রং জড়ানো থাকে
আমি একশ বছর পরে আসবো
একান্ত বেদনা লুকোতে।
স্বর্গসুখ দেয়া প্রেম কী দিলো আমার! সেটা জানতে চাই না,
আমি আবার আসতে চাই
আবার পেতে চাই সামান্য সুখ
অসামান্য চেতনায় বিলানো মিশ্র পলাতক দোতরায়
আগের মতো সুর বাজে না যদিও কর্কশ
থেমে থাকা সময় আর দ্রতগামী ট্রেন
পেছন ফিরে যখন তাকায় ভস্মীভূত প্রেম সচকিত হয়!
আর হঠাৎ আশ্রিত ছবিতে ওঠে নিষ্পাপ দাগ
আমি ফিরে আসবো এবং-
ঠোঁটের কিনারে এঁকে দেবো
হাজার বছরের পুরনো সতেজ
নবলোকিত উষ্ণতার প্রলেপ