গাছের পাতায় সবুজ ছোঁয়া মনের পাতা ঘিরে
দেখতে নতুন স্বপ্ন আমার আবার এলো ফিরে।
আবার এলো শিউলি থোকা সাদা রঙে এঁকে
পালকি মেঘের ভেসে চলে রঙধনু রঙ মেখে।
আবার এলো পাখির গানে মুগ্ধ হতে পাড়া
গাছের বনে শত ফুলে জাগতে নতুন সাড়া।
আবার এলো সকাল হতে জীবন চলার মাঝে
দুরন্ত সব স্বপ্নগুলো মনের ভেতর বাঁজে।
ছোট ছোট ভুলগুলো সব শুধরে নিতে আবার
এলো নতুন সময় এখন নতুন করে ভাবার।
আবার এলো ফুটতে নতুন কুঁড়ি হয়ে ফুলের
আর না যাতে যাই ওপাশে মস্ত রকম ভুলের
আবার এলো শিশুর মুখে হাসি-খুশি দেখার
নতুন বই আর খাতায় নতুন নতুন কিছু লেখার
আসলো বছর পাতায় মুড়ে নতুন হাওয়ায় উড়ে
পাখির ডানায় স্বাধীনতা আকাশখানি জুড়ে।
আবার এলো করোনাকে বিশ্ব থেকে ভাগার
থমকে দেয়া পৃথিবীকে নতুন করে জাগার।


নতুন বছর এলো আবার নতুন স্মৃতি গড়ার
শপথ নিয়ে চলতে হবে নতুন কিছু করার।