বিভ্রান্ত সময়ে দিনের লালবাতি
দপদপ করে মনের আগুন


আগুন আর ঘি
কুমড়ো আর দা যেন
তুমি আর আমি তেমন
কেনো এত উত্তেজিত হয় পরিণয়ের জ্বালা!


ভালোবাসতে শেখো
ভালোবাসতে শিখি যদিও
আগুন এখানে আশ্রয় নেয় কিভাবে!


দপ করে নিভে গেলো বাতি!
কেনো; সূর্যের মতো হিংস্রভাবে শুরু করলে–


ভালোবাসতে মন লাগে
কতদিনের জন্য?


আমার দ্বারা হবেনা


আমি এক আগুনে পোড়া ছাই!