নদীর কূলে বাতাস নেচে
কাশফুলেরা দোলে,
আলতো ভাবে শরৎ রাণীর
রূপটা তখন খোলে।


বক দাড়ানো পানিরধারে
কষ্ট গেলো উবে,
কমপানিতে মাছ ধরে খায়
লম্বা দু'ঠোঁট ডুবে।


পথের ধারে ঘাসফুলেরা
রঙ মেখেছে লালে,
উড়ছে তুলো দেশ-বিদেশে
সাদা মেঘের পালে।


রাতের আকাশ কেমন যেন
জোনাক ঝিকিমিকি,
আজ এসেছে শরৎ রাণী
বুঝেই গেছি ঠিকই।