আকাশ তুমি ঢাকনা খুলে কী যে দেখো আমাকে
ঘাসের বুকে ফড়িং দেখো, না না! দেখো মামাকে?
সবুজ দেখো! কুটির দেখো! ছুটির পরে পাঠশালা!
না না দেখো কেমনে গড়া গরীব দুখীর ভাতশালা!


আকাশ তোমার ঢাকনা খোলা অনেক উঁচু তোমার শির
তোমার পাল্লায় তুমিই বড় দেখতে পারো হিমাদ্রীর!
বনের যত হিংস্রতাকে দেখেই মজো, দুঃখ পাও?
তোমার ভেতর গম্ভীরতা আরও দেখি রুক্ষতাও!


আকাশ তুমি সকাল বেলার রোদ ঝলোমল ব্যস্ততা
কালোমেঘে তোমার দেহ হয় যে আবার ন্যস্ততা।
সন্ধ্যা হলে সিঁদুর মেঘে আকাশ তুমি ঝকঝকে
এই দেখি লাল সূর্য ডোবে পূবাকাশে টকটকে।


আকাশ তোমার রঙ বুঝিনা যে রঙ থাকে গভীরে
তোমার রঙের মাঝে আমার সাজিয়ে দাও ছবিরে!
মাঝেমাঝে আকাশ তুমি কেনো চলো বিরুদ্ধে
তোমার একার থাকে কেনো শুধু শুধু শির উদ্ধে!