আকাশটা শরতের নীলনীল খেলা
তারপাশে সাদামেঘ ছেড়ে দেয় ভেলা।
ঠ্যাং তুলে কানিবক পুঁটি, কই খোঁজে
হাঁসগুলো জল ঘাঁটে নানাবিধ পোজে।
পাহাড়ের ছবি নীল আকাশের গায়ে
মেঘবউ ভেসে যায় মেঘেদের নায়ে।


আকাশটা শরতের তুলতুলে কাশে
কাশপাশে শিশিরের জল ভাসে ঘাসে।
শাপলারা বিলবুকে ঠায় বসা জেঁকে,
শিল্পীর তুলি যায় সেই ছবি এঁকে।
ফিনফিনে বায়ু বয় দক্ষিণ থেকে
আকাশটা শরতের দেখবা তা কে কে!