একুশ আসে দুপুর রোদে
ছোট্ট শিশুর কোমল বোধে
মিষ্টি করে হেসে
একুশ আসে নদীর তীরে
কাশের সাথে ভেসে।


একুশ আসে নাড়তে
মায়ের ভাষায় মনের মতো
আদরগুলো কাঁড়তে
পারি না তা ছাড়তে
বাংলাদেশের জন্য সবই
করি আমি পারতে।


একুশ আসে ঘাসের বনে
বছর ঘুরে ঘুরে,
একুশকে তাই রাখছি বুকে
মনের ভেতর মুড়ে।