কে করেছেন দান,
পাহাড়-নদী-ঝরনা ধারার
কলোকলো তান!


মৌমাছি যায় শিউলী ফুলে
হুল ঢুকে নেয় মধু তুলে
তার চমৎকার শব্দে আমার
মধুর করে কান।


সবুজ ধানের কচিপাতা
বর্ষাজলে ব্যাঙের ছাতা
সবকিছু যে কার নেয়ামত
কার যে অসীম শান!


ক্ষুধা পেলে কান্না আসে
মা চলে যায় তখন পাশে
কোথায় থাকে আদর-সোহাগ
মনের এত টান!


আল্লাহ মেহেরবান
তোমার দয়ায় মধুর শরাব
নিত্য করি পান।