আলোরাই খেলা করে কালোদের ভেতরে
ভালোরাই খারাপের কাছে বেশ তেতো রে!
দুষ্টুরা একদিন নেতা হয় সমাজে
কালো কাজে তারা তাই পেয়ে যায় ক্ষমা যে।


বিন্দুরা বেড়ে বেড়ে হয়ে যায় বৃত্ত
পড়েপড়ে হেঁটে শিশু শিখে যায় নৃত্য।
পাঁড়া-গাঁয় জোড়া দিলে বড় হয় বিশ্ব
খরচের কালো থাবা করে ফেলে নিঃস্ব।


আলোদের পিছে চলে কালোদের সর্দার
যায় সেটা টপকিয়ে সাদা ওই পর্দার।
ভালোদের কাজ ভালো ফিটফাট টানটান
তাই দেখে কালোদের বুক হয় খানখান।