ছুটোছুটি করতেই উবু হয়ে পড়েছে!
আমাদের বাবুটার দুটো দাঁত নড়েছে।
উঠোনেই ছুটে এলো লোকজন সকলে
এইবার বাবু সোনা পড়ে গেছে ধকলে!


দুটো দাঁত সামনেই ওই ছিলো মোটে তো
হাসিমুখ এইবারে আঁটবেনা ঠোঁটে তো!
দাদুভাই বলে তার হীরে চুনি পান্না,
তাই শুনে বাবুটার থেমে যায় কান্না।


ওপাড়ার বল্টুটা শয়তানী ছোকড়া
হেসে বলে বাবু তোর দাঁতখানি বোকড়া!
খাবি তুই কেমনে রে গোস্তের হাড়টা
ধার নিবি নাকি দাঁত বাড়ি তোর মা'রটা?


এই শুনে বাবু যায় হাত নিয়ে বাগিয়ে
বল্টুটা দিয়েছে তো বাবুটার রাগিয়ে।
তিন দাঁত ফেলে দেয় বল্টুকে ঘুষিতে
এই করে বাবু তাই নেচে যায় খুশিতে।