শর্ষে ফুলে দুলছে দেখো
হলুদ হলুদ রূপ,
মৌমাছিরা মধু নিতে
হয়ে আছে চুপ।


মাছরাঙাটা পুকুরপাড়ে
দেখছে কতক রুই,
দোয়েল পাখির ঠোঁটে ঝোলে
একটা পোকা উঁই।


ওই যে উড়ে গেয়ে চলে
ময়না, টিয়ে গান,
বুঝতে পারি বাইরে গেলে
দেশের প্রতি টান।


ধানের বনে বাতাস দোলে
সবুজ সবুজ মাঠ,
মুখে আমার হাসি ফোটে
করলে এসব পাঠ।