খুব সুন্দর করে হাসতে গিয়ে দেখি
বাগানে হাস্নাহেনা ফুটেছে


আর চাপা কষ্টরা পাথরের চাই হয়ে
নীল দরজার খিলে ঝুলে গেছে
তখন জাল নিয়মে জড়ানো অশ্বখুর
টগবগ করে ফুটে গেলো


তারপর দক্ষিণ জানালায় নিরীহ হাসিরা
সবচে' পলাতক নাটক রচনা করে
এটাচ করিডোরে ভোর যখন
বিষন্ন বাতাসে ঢেকে কাছে এলো
আর অশান্ত গুঁড়ো শব্দের দুলুনি
ব্যলকনির ইথার হয়ে গেলো


তখনও আমার হাসি একবুক ঝড়ো হাওয়া হয়ে
নিগূঢ় পুরুষালি তাৎপর্য রচনা করে