শুভ্র সকাল তুলোয় মোড়া
আস্ত বিকেল পাখির কূজন
হরিণ চোখা রাত্রিবেলা
আমার সাথে সঙ্গী দু'জন।


আমি কি আর ফড়িং হবো-
ঘাসের গায়ে লেপ্টে থাকা
ডাবের জলে শুদ্ধ আকাশ
সব যেন তার মেঘের আঁকা!


বিড়াল হলে দেখবো বসে?
জ্যান্ত মাছের লাফালাফি!
গ্যাস বেলুনে বিশ্ব ঘোরার
জন্য বিশাল প্রস্থ মাপি।


উদার হলে থেঁতলে যাবো
আরশোলাদের হাঁটুর ভাজে
আমি তো আর হয়েই গেছি
টিকটিকিদের শিকার না যে।


বিদ্যালয়ের পড়ার ফাঁকে
একলা যখন ভাবতে থাকি
গুণতে তফাৎ আকাশ-মাটির
মনে মনে স্বপ্ন আঁকি।