আকাশ যদি ঝনঝনিয়ে মেঘের হয়ে ডাকে
আমিও তো ডাকতে পারি আদর নিতে মাকে।
মায়ের আঁচল স্নেহমাখা
তাঁর ছোঁয়াটা জাদুয় আঁকা
দূরেই গেলে বুঝি
ঘুমে-জেগে অনুভবে আমার মা'কে খুঁজি।


বিকাল যদি রাতের জন্য কালি ঢালায় মাতে
তখন আমার মনটা থাকে মায়ের অপেক্ষাতে
মায়ের হাসি চাঁদের মতো
নক্ষত্র ওই আছে যত
সবার চেয়ে সেরা
আমার দেহের প্রতি কোষে মায়ের ছায়াঘেরা।