দুষ্টুমিতে আমিতো আর
এখন নাহি ছুটি,
পাখি ডাকার আগে আমি
রোজ সকালে উঠি।


ব্রাশ মাজি খাওয়ার পরে
চকচকে এই দাঁতে,
তারপরে কাজ এগিয়ে দেই
বাবা-মায়ের হাতে।


সন্ধ্যা হলে পড়তে বসি
বাবার অতি কাছে,
মজার পড়া যতই পড়ি
ভালো লাগার আছে।


পড়ার পরে ঘুমাতে যাই
দাদুর কাছে রাতে,
কী যে মজার গল্প শুনি
মন ভরে যায় তাতে!