আমার বুকে জাগে সবুজের ঢল
টপটপ করে ঝরে পড়ে সোনালী সোনা
ফিরোজা রূপে ডগমগ করে সাজে কবুতরের ঠোঁট, ডাহুকের ডানা, জারুলের ছাল, পদ্মপাতার শরীর।


কখনো এখানে মানুষেরা হায়েনা হয়- ছিঁড়ে ছিঁড়ে  তছনছ করে নিষ্ক্রিয় করে নিজের আক্রান্ত ক্ষত  
প্রাগৈতিহাসিক আদল পায় পশুর।
প্রাণাধিক প্রিয় হয় মোহাম্মাদী বেগের মিত্র-মুঠোভরে পাঠায় সিরাজের বাড়ি
নিষ্পাপ রাসেলের অশ্রুতে লিখে দেয় তারা হৃদয়ছাড়া এসেছে এখানে।


এখানে বঙ্গবন্ধু মুক্তির বার্তা নিয়ে এসেছে আবার-ধ্বংসগুলো গড়ে দিতে তরল ঘোষণায়
গণতন্ত্রের মন্ত্র আকাশে ওড়ে মেঘের ডানায়
আর পালিয়ে যায় শত্রুর দাপট।


বঙ্গবন্ধুর শীতল পরশ পেয়ে আজ আমার বুক খোলা আকাশে কাশের সাথে হাসে
ধন্য এ বুক
আমার সন্তানের নীরব আত্মদান সার্থক করে আমার