সেতারার সুর দীর্ঘ হতে হতে
সমুদ্র হলো, আকাশ হলো,
ফোটায় ফোটায় কালো নীল,
জোসনা পড়তে থাকলো,
লিলিফুল কদমকে ডাকে
আজও কৃষ্ণচূড়ারা বকের নখ গুণে যায়
আমি আমার জায়গায়
সুখ রচি


জগদ্দল পাথরের ভূতল কোষ্ঠে
ডাহুক ডাকে
আমি শ্বেত পাথরকে আঁকড়ে বলি-
তোরা কদাকার গন্ধহীন
অস্তিত্বহীন পঁচা শামুক!
বীর্য ঠেলে বের হওয়া
অসুখী শুক!
অসার অমনিবাস তোর জীবনের প্রফাইল
কোনো অধিকার নেই আমাকে ছোঁবার


আমি একাই ফুটাই
একাই মাখি
সব সুন্দরের রকমারী ফুল।