আমি যদি পাখি হতাম
পাখি হতো মন
ফুলের মতো ফুটতো যদি
ভাবনাগুলো পণ।


আকাশ হলে মেঘগুলোকে
ভাসিয়ে দিতাম গাঁয়
নির্ঝরিণী বৃষ্টি পেয়ে
দাঁড়িয়ে যেত ঠায়।


বাতাস হলে ঠেলে দিতাম
গরম রোদের পিঠ
শীত এলেও সবখানে এই
হয়ে যেতাম ফিট।


আমি যদি মানুষ হতাম
জমতো কত গেম
এক নিমিষে পাল্টে দিতাম
পৃথিবীটার নেম।