রোজ রোজ ঘরে দেখি জামা-প্যান্ট নাইরে,
ভোরে দেখি পড়ে আছে সারিবাঁধা বাইরে।
জামা আছে কাদাজলে চপচপে চুপসে,
প্যান্ট ছেঁড়া চাকাচাকা অদ্ভুত রূপ সে!


ঘর থেকে রোজ আনে কোন বদ চোর টা,
প্রতিদিন গলা চিরে হেঁকে আনি ভোর টা।
জামা নেই জুতো নেই যাই কোন অফিসে,
চোরদের মতো করে কোন বদ কপি সে!


একরাত জেগে আমি বসে আছি আড়ালে,
দা'র কোপ ঝেড়ে দেবো মুন্ডুটা বাড়ালে।
সুনসান রাত বুঝি যেই বাজে বারোটা,
বিড়ালটা ঢুকলো যে, হায় হায়! কার ওটা!


গালভরা জামা-জুতো টেনে নিলো বাইরে,
বিড়ালের কাজ দেখে আমি যেন নাইরে!