আমড়া তলায় ভূতের গলি
নিঝুম ছিলো রাত,
নড়েচড়ে উঠলো দূরে
সাদা দুটো হাত।


কেঁ ওঁখাঁনেঁ কেঁ ওঁখাঁনেঁ
এঁইঁ দিঁকেঁতেঁ আঁয়,
দুঁদিঁন যাঁবঁত খাঁইনিঁ কিঁছুঁ
হাঁড় ওঁ মাঁংশঁ গাঁয়।


বাপ্রে কে তুই ভূত!
মঁচকেঁ দেঁবোঁ রঁক্তঁ খাঁবোঁ
তুঁত্তুঁরুঁ রুঁ তুঁত।


মন্ত্র পড়ে দৌড়ে এলাম
বুকে দিলাম ফুঁক,
অন্ধকারে আর যাবো না
কাঁপছে আমার বুক!