পোড়ার সোমায় পট্টি বোসি
খেলার সোমায় খেলা,
কাজের সোমায় কাজগুলু তো
করতি হবে মেলা।


বাংলাদেশের মতন যে আর
উন্নু কোনো দেশে,
লক্ষীসোনা ছাবালগুলু
যায় কি বলো হেসে।


রাখাল বাজায় সুরির বাশি
সারাডাদিন ধরে,
এইদেশেরই চাষীর গোলায়
সোনার ধানে ভরে।


এমন দেশটি কনে পাবো
কষ্ট কুরি বলো,
গাওগেরামের দেখবো ছোবি
আমায় নিয়ে চলো।