মেঘে-মেঘে চারিদিক সাদাসাদা ঘুড়ি
নিবুনিবু প্রকৃতিটা শুষে নেয় জল,
মন চায় বাতাসের সাথে গিয়ে উড়ি
থেমে থেমে বাড়ে-কমে যত কোলাহল।


গাছেগাছে পাখি ডাকে পাতা নাড়ে ঠোঁটে
ফুলেফুলে ভরে যায় ডগমগে ডাল,
খুশি খুশি মনটা যে লাফ দিয়ে ওঠে
গাছ থেকে ঝরে পড়ে পাকা পাকা তাল।


হাঁটু জলে মাছ নড়ে পুঁটি, কই, শোল,
কোঁচাভরে ছেলেমেয়ে তোলে কত ফুল,
বায়ু পেয়ে লতাগুলো খায় শুধু দোল
শ্বাস নিতে উঠে আসে কিছু শ্বাসমূল।


ফিরফিরে বাতাসেই চোখে আনে ঘুম
শরতের প্রকৃতিটা বড় করে মন,
কেউ নেই কিছু নেই কত নিজ্ঝুম
পেঁজা তুলো কাশে দুলে আনে সমীরণ।