আপসোস! কেমন, তরুণ তোরা
আছিস কিসের চাপে,
ঠুনকো ঝড়ে নড়বড়ে তোর
হৃদয় কেন কাঁপে!


আপসোস! যুবক, সমাজ থেকে
কেমনে উঠিস বেড়ে,
তোর ঘরের ওই বোনের হাসি
শকুন গুলো ছেড়ে।


আপসোস! আমার, কেমন তোরা
দামাল মায়ের ছেলে,
কেমনে রাখিস আলোর সমাজ
অন্ধকারে ফেলে!


আপসোস! আজো, জ্বরা ধরায়
কেমনে থাকিস ভয়ে,
স্বার্থে বেঁচে লাভ কি তোদের
আয়না সমাজ জয়ে।


আপসোস! আমার, বোনটি আজও
যৌতুক দায়ে কাঁদে,
আর কতকাল রইবি বসে
ঘুনধরা ওই ফাঁদে।