অনিবার্য সকাল দেখবো বলে
বাড়ন্ত রাত্রি ঘন হতে হতে নিকোষ কালিতে লেপ্টে গেলো-
কুয়াশার নিকোটিনে জড়ানো পরীর ছোঁয়া


যখন সমস্ত গাছ নিঃসাড়
যখন লুকোচুরি নেয় তারাদের
যখন পাল ছাড়া নাবিক স্তিমিত
শিরার শিহরণে বিরক্ত ঘাম


না থেমে যাওয়া
না আগ্রাসী হওয়া
না ভীতিবিহ্বল হওয়া
কেবল চাঁদের ফোয়ারার সামনে পতিত চোখ


পশুরা ঘুমিয়ে গেলে নীরব রাত্রি আরও ঘন হয়ে যায়
শ্বাপদসংকুল শরীরে আসে নিষ্ঠুর সাপিনী
চিকন বাতাসে রৌদ্রের মতো কোলাজ তৈরী করে


দেখতে দেখতে ভূতপূর্ব সময়
ভয়ংকর জন্তুর শক্ত খোলস হয়ে গেলো
ভোরের সূর্য দেখবো বলে
চেয়ে থাকবো আর কতটা রাতের প্রকোষ্ঠ!